লা মেরিডিয়ান ঢাকায় ফল উৎসব

জ্যৈষ্ঠ উদযাপনে আগামীকাল ২৬ মে বৃহস্পতিবার থেকে ১০ দিনব্যাপী গ্রীষ্মের ফলের মেলার আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। হোটেলের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে গ্রীষ্মের বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে নতুন নতুন সব রেসিপি তৈরি করবেন হোটেলের শেফরা।
এই রেস্টুরেন্টের বুফে ডিনারে জনপ্রতি ৩৫০০ টাকা খরচ করে এসব নতুন স্বাদের খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। এই রেসিপিগুলোর মধ্যে থাকবে হাঁসের মাংসের সঙ্গে লিচুর মিশ্রণ, মাছের ফিলের সঙ্গে সুস্বাদু আনারস, খাসির ত্যাজিনের সঙ্গে আমের মিশ্রণ এবং এ ছাড়া থাকছে বিভিন্ন রকম ডেজার্ট ও অ্যাপেটাইজার।