ন্যানদোস মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জ বিজয়ী জহিরুল ইসলাম

ন্যানদোস দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ, যা বাংলাদেশে পরিচালনা করে এমজিএইচ গ্রুপ। গতকাল রোববার দুপুরে গুলশান-১ ন্যানদোস আউটলেটে অনুষ্ঠিত হয় ন্যানদোস মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জ ২০১৬-এর ফাইনাল রাউন্ড। এ প্রতিযোগিতায় বিজয়ী হন ন্যানদোস গুলশান-১ শাখার গ্রিলার জহিরুল ইসলাম।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন মডেল সুজানা জাফর, লা মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ শেফ অলিভার লরো, টিভি সেলিব্রেটি সেফ রাহিমা সুলতানা, ঢাকা ফুডিসের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান রিয়ান, ফুড ব্যাংকের শাওন, ফুড টকের তাসকিন প্রমুখ।
ন্যানদোসের অ্যাসোসিয়েট ডিরেক্টর মহিতুল বারী বলেন, ‘খাবারের ভিন্ন স্বাদ ও মান মূল্যয়ান করতে আমাদের অতিথিরা বেশ অভিজ্ঞ। সে জন্য মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জের বিচারক হিসেবে এলোমেলোভাবে মনোনীত করা হয় চারটি রেস্টুরেন্টের প্রতিটি থেকে অতিথি নিয়ে। এ ছাড়া মাস্টার গ্রিলার্সদের মনোনীত করা হয়েছে চূড়ান্তভাবে বিচারকদের মাধ্যমে।’
প্রতিযোগিতার সময় ন্যানদোসের চার শাখার সব গ্রিলার নিজেদের সেরা ও খাঁটি পেরি পেরি চিকেন প্রস্তুত করতে রান্নাঘরে মাত্র ১৫ মিনিট সময় পান। বিচারক প্যানেল এ প্রতিযোগিতা থেকে সেরা গ্রিলার বাছাই করতে সহযোগিতা করেন।
বিজয়ী গ্রিলার জহিরুল ইসলাম কুয়ালামপুর, মালয়েশিয়ায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এবং বিশ্বের সেরা গ্রিলার খুঁজে নেওয়ার যুদ্ধ ‘ওয়ার্ল্ড বেস্ট গ্রিলার’ শিরোপা অর্জনের জন্য লড়বেন। এ ছাড়া বাংলাদেশ থেকে এই ভাগ্যবান বিজয়ী পাবেন আন্তর্জাতিক সম্মাননা এবং ন্যানদোসের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।