বৃষ্টির দিনে সঙ্গীর সনে
বৃষ্টি ভালোবাসে না এমন মানুষের দেখা পাওয়া মুশকিল। বৃষ্টির দিনটি সঙ্গীর আরো কাছে আসার দারুণ সময়। কিন্তু কী করবেন বৃষ্টির দিনে? এ বিষয়ে রয়েছে টাইমস অব ইন্ডিয়ার কিছু পরামর্শ।
বৃষ্টিতে ভিজতে পারেন
অ্যাডভেঞ্চার পছন্দ, এমন দম্পতিরা বৃষ্টিতে ভিজতে পারেন। একে অন্যের হাত ধরে ঝিরঝির বৃষ্টিতে ভেজা, বিষয়টি অনেক রোমান্টিকও বটে।
ড্রাইভের জন্য যাওয়া
বাসার কাছাকাছি কোনো স্থান থেকে ঘুরে আসতে পারেন। গাড়িতে করে ঘুরেও এলেন আর সঙ্গে একটু চায়ের বন্দোবস্ত থাকলে তো কথাই নেই।
বাসায় সিনেমা উপভোগ করা
আপনারা যদি সিনেমা দেখতে ভালোবাসেন এবং কাজের ব্যস্ততার কারণে সময় না পান, তাহলে এটাই মোক্ষম সময়। ঘরটাইকেই তো চাইলে সিনেমা হল বানানো যায়, সঙ্গে একটু পপকর্ন বা পছন্দসই খাবার থাকলে পুরো ব্যাপারটাই দারুণ জমবে।
মজাদার খাবার রান্না
এই বৃষ্টিভেজা দিনে কী করবেন, তা যদি একন্তই ভেবে না পান তাহলে রান্না করতে পারেন। খুব ভালো হয় তা যদি হয় গরমা গরম! সঙ্গে একটু আচার বা ডিম ভাজা। আর যদি খানিকটা মাংস ভুনা হয়ে যায়, তবে তো কথাই নেই!