প্রেমিক রোমান্টিক না হলে যা হয়
প্রেম করছেন ঠিকই, কিন্তু প্রেমিকের মধ্যে রোমান্সের যেন ছিটেফোঁটাও নেই! যারা এমন রসকষহীন মানুষের পাল্লায় পড়েছেন, তারাই বুঝবেন এর কষ্ট। প্রেমিক রোমান্টিক না হলে যেসব সমস্যা হয় তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে আইডিভা ওয়েবসাইটে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
১. আপনার যা পছন্দ তা নিজেকেই কিনতে হবে। প্রেমিকের কাছ থেকে কোনো রকম সারপ্রাইজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
২. বিশেষ দিনগুলোতে পরিকল্পনা না করলেই ভালো করবেন। বুঝতে হবে, আপনার প্রেমিকের কাছে এই দিনগুলো খুব একটা বিশেষ না। বরং সে এই দিনগুলো উদযাপনে ভীষণ বিরক্ত হয়।
৩. সারাদিন কোনো রোমান্টিক মেসেজ পাওয়ার সম্ভাবনা নেই। তাই অযথা অপেক্ষা করে লাভ নেই। নিজেই ফোন করে ফেলুন।
৪. আপনার সঙ্গে সিনেমা দেখার থেকে বাসায় বসে ভিডিও গেমস খেলায় প্রেমিক বেশি আনন্দ পান!
৫. রোমান্টিক ডিনারের কথা ভুলে যান। কারণ আপনার ‘উনি’ ডিনার মানে বাইরে শুধু খেতে যাওয়াই বোঝে। সেখানে এতটুকু রোমান্স খুঁজে পাবেন না।
৬. আপনাদের রোমান্টিক সেলফি নেই বললেই চলে। যখনই ছবি তুলতে যান আপনার প্রেমিক খুবই বিরক্ত হন। এ কারণে আপনিও এখন আর প্রেমিকের সঙ্গে সেলফি তুলতে আগ্রহী নন।