বাড়ির অবহেলিত জায়গাগুলো কাজে লাগান চার উপায়ে

আপনার বাড়িটি আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। তাই ঘর সাজাবেন এমন ভাবে, যাতে সবাই মুগ্ধ হয়। ঘর সাজানোর পর আমাদের রুমে কিছু ফাঁকা জায়গা থাকে। আপনি চাইলে এসব জায়গা নতুন করে আবিষ্কার করতে পারবেন। আব্যবহৃত এই জায়গাগুলো ফুলদানি বা বুক শেলফ দিয়ে সাজিয়ে তুলতে পারেন। কিংবা এর কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারেন।লিভিং রুমের ফাঁকা কোণ, হলরুমে অব্যবহৃত জায়গা বা শয়নকক্ষের অবহেলিত স্থান। এই জায়গাগুলোকে মনোমুগ্ধকর...