বাড়ির অবহেলিত জায়গাগুলো কাজে লাগান চার উপায়ে
আপনার বাড়িটি আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। তাই ঘর সাজাবেন এমন ভাবে, যাতে সবাই মুগ্ধ হয়। ঘর সাজানোর পর আমাদের রুমে কিছু ফাঁকা জায়গা থাকে। আপনি চাইলে এসব জায়গা নতুন করে আবিষ্কার করতে পারবেন। আব্যবহৃত এই জায়গাগুলো ফুলদানি বা বুক শেলফ দিয়ে সাজিয়ে তুলতে পারেন। কিংবা এর কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারেন।
লিভিং রুমের ফাঁকা কোণ, হলরুমে অব্যবহৃত জায়গা বা শয়নকক্ষের অবহেলিত স্থান। এই জায়গাগুলোকে মনোমুগ্ধকর পয়েন্টে রূপান্তরিত করতে পারেন। সামান্য সৃজনশীলতা এবং ডিজাইনযুক্ত করে আপনি এ সব জায়গার নজর কাড়তে পারবেন। আপনার বাড়ির অভ্যন্তরে নতুন প্রাণের জায়গা করে নিতে পারেন।
শেলফ বা ক্যাবিনেট যুক্ত করুন
রুমের কর্ণার গুলো সাজিয়ে তোলার সহজ উপায় হল শেলফ বা ক্যাবিনেট যুক্ত করা। এ সব শেলফে আপনি বই রাখতে পারেন। যা এনে দিবে শিল্পের ছোঁয়া। এ সব শেলফ বা ক্যাবিনেট কাঠ বা পাথর ব্যবহার করে বানাতে পারেন। আজকাল অনেকেই মিরর শেলফ বা ক্যাবিনেট দিয়ে রুম সাজাচ্ছেন। এতে আপনি আধুনিকতার ছোঁয়া পাবেন।
হোম অফিস
বাসায় বসে অনেক সময় অফিসের কাজ করা লাগতে পারে। তাই বাড়ির একটি কোণে বানিয়ে নিন মিনি অফিস ডেস্ক। এ ক্ষেত্রে, ফোল্ডেবল ডেস্ক বেছে নিতে পারেন। তাহলে অফিস টাইমে আপনার কাজও হবে। আবার অন্য কাজের সময় জায়গাটি খালি করে দিতে পারবেন।
সকালের নাস্তার জায়গা
আপনার লিভিং রুমে জানালার পাশে খালি কোন জায়গা থাকলে কাজে লাগান। এটিকে আরামদায়ক ডাইনিং কোণে রূপান্তর করুন। চেয়ারসহ একটি ছোট টেবিল সেট করুন। এখানে বসে আপনি নাস্তা করতে পারবেন। আবার বিকেলে চা-কফি পান করতে করতে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন।
বাগান করুন
আজকাল অনেক ইনডোর গাছ পাওয়া যায়। আপনি ঘরের খালি জায়গাগুলোতে এ সব গাছ দিয়ে ছোট একটি বাগান করে নিতে পারেন। এতে ঘরে সবুজের ছোঁয়া আসবে। আপনার ঘর থাকবে শীতল। কম খরচে আপনি খুব সুন্দর করে আপনার ঘরের খালি কোণটি ব্যবহার করতে পারবেন। চেষ্টা করুন, লম্বা উদ্ভিদ বেছে নিতে। বেশি ঝোপওয়ালা গাছ সংরক্ষণ করা কষ্টের হতে পারে। প্রাণবন্ত সবুজের স্পর্শ কোমলতা তৈরি করতে সহায়তা করে।
সূত্র- হিন্দুস্তান টাইমস