পুরুষদের ৫ গ্রীষ্মকালীন ফ্যাশন টিপস
ফ্যাশন শুধুমাত্র নারীদের জন্যই নয়। আজকাল পুরুষরাও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। যদিও গ্রীষ্মকাল এমন একটি সময়, যখন গরমে কোনো ট্রেন্ড ফলো করতেই ভাল লাগবে না। তারপরও পুরুষদের জন্য গরমে এমন কিছু পোশাক রয়েছে যা কিনা তাপকে উপেক্ষা করতে পারে। যেমন- পাতলা কাপড় থেকে স্মার্ট লেয়ারিং কৌশল। মায়াঙ্ক বনসল, ফ্যাশন বিশেষজ্ঞ এবং কোট্টাইল মিলানোর পরিচালক, এইচটি লাইফস্টাইলের সাথে সর্বশেষ ট্রেন্ডস, আউটফিট আইডিয়া এবং গ্রুমিং টিপস শেয়ার করেছেন। যা আপনাকে গরমকালে করে তুলবে আত্মবিশ্বাসী ও স্টাইলিশ।
সাদা রঙের পোশাক
গরমকালে নিজেকে সবচেয়ে বড় যে উপহারটি দিতে পারেন তা হল সাদা রঙের পোশাক। জিন্স বা প্যান্টের সঙ্গে সাদা শার্ট বা টি-শার্টই পড়ুন। প্রচণ্ড গরমে এটি আপনার শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। সাদা রঙের মতো হালকা রঙগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে। যার ফলে আপনার শরীর চরম তাপ থেকে মুক্ত থাকে। শার্ট এবং টি-শার্ট ছাড়াও সাদা জোড়া স্নিকারস সুপার স্টাইলিশের লুক দিবে।
ট্রাউজার
গরমে জিন্সের বদলে আরামদায়ক ট্রাউজার পড়তে পারেন। এগুলো আপনাকে বাইরের তাপ থেকে রক্ষা করবে। তাছাড়া, স্তাইলিশ লুক আনতেও সাহায্য করবে।
টুপি
গরমে টুপি পড়তে পারেন। এতে বাইরের তাপ থেকে মাথা ও চুল রক্ষা পাবে। পোশাকের সাথে মানানসই টুপি পড়ুন। এতে দেখতেও ভাল লাগবে।
স্লিভ রোল করুন
আপনার শার্ট বা ফতুয়ার স্লিভ রোল করুন। এটি নিঃসন্দেহে পুরুষদের জন্য সবচেয়ে কার্যকর স্টাইলিং হ্যাকগুলোর মধ্যে একটি। এতে আপনাকে স্বাচ্ছন্দ্যময় দেখাবে।
দাড়ি
গরমে দাড়ি নিয়ে স্টাইল করতে পারেন। নানা ভাবে দাড়ি কাটতে পারেন। যেমন- ইম্পেরিয়াল স্টাইল, শর্ট টেইলরড কিংবা ট্রিম করা। এতে আপনার গরম কম লাগবে। লুকও পরিবর্তন হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস