যে পাঁচটি উপকার করে ফেসিয়াল ম্যাসেজ
ফেসিয়াল ম্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ফেস ম্যাসাজে মুখের ফাইন লাইনস, রিঙ্কেলস, ডার্ক স্পট এবং পিগমেন্টেশন কমায়। এছাড়া রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি সাহায্য করে। যার ফলে ত্বক সুন্দর ও মসৃণ হয়। তাই নিয়মিত মুখে ম্যাসেজ করলে আপনি অনেক উপকার পাবেন। আপনার ত্বক হয়ে উঠবে আকর্ষণীয় ও কোমল। সঠিক নিয়মে ম্যাসেজ করলে ত্বকের বলিরেখা দূর হবে। সেইসঙ্গে আপনার ত্বক মসৃণ হবে।
রক্ত সঞ্চালন উন্নত করে
মুখে ম্যাসেজ করলে ফোলাভাব কমে যায়। ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বকের কোষগুলোতে অক্সিজেন এবং পুষ্টি জোগায়। আপনার ত্বক থাকবে সতেজ। নিয়মিত ম্যাসেজে আপনি পরিষ্কার ত্বক পাবেন।
ত্বককে শিথিল করে
মুখে ম্যাসেজ করলে ত্বক শিথিল থাকে। ত্বকে একটি প্রশান্ত সংবেদন পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে চাপ এবং উত্তেজনা দূর করে। তাই রাতে ঘুমানোর আগে ম্যাসেজ করুন। এতে পেশিগুলো শিথিল থাকবে।
বলিরেখা কমায়
ম্যাসাজ ত্বকের সামগ্রিক চেহারা উন্নত করতে সহায়তা করে। ম্যাসাজ করে ত্বকে যে কোনো পণ্য ব্যবহার করলে তা ত্বক দ্রুত শোষণ করে। এতে বলিরেখা কমে যায়। ত্বক টানটান হয়।
ত্বককে কোমল করে
সঠিক ধরনের ফেসিয়াল ম্যাসাজ ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। ত্বক নরম ও কোমল করে তোলে। এটি আপনার ডিহাইড্রেটেড এবং শুষ্ক ত্বককে ময়শ্চারাইজ করে। ত্বক থেকে বিষাক্ত পদার্থও দূর করে। ত্বকে তারুণ্যের আভা যোগ করে।
ব্রণ দূর করে
ব্রণ হল ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি। যা আমরা সবাই সম্মুখীন হয়েছি। ফেসিয়াল ম্যাসাজ রক্ত সঞ্চালনে সাহায্য করে। যা ব্রণ দূর করে। তবে খুব জোরে ম্যাসাজ করবেন না। বিশেষ করে সংবেদনশীল জায়গাগুলোতে আস্তে আস্তে ম্যাসাজ করুন।
সূত্র- এনডিটিভি