আপনার জিজ্ঞাসা
বিয়ের পর মেয়েদের বাবা-মায়ের কথামতো চলার হুকুম কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৩০তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বিয়ের পরও কি মেয়েকে বাবার কথামতো চলতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
বিয়ের পরও কি মেয়েকে বাবার কথামতো চলতে হবে? মেয়ের বিয়ের পর বাবার অধিকার কতটুকু থাকে? একটু বুঝিয়ে বলবেন কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। প্রথম কথা হলো, পিতা-মাতার অবাধ্য সন্তানরা যখনই হবেন সেটা তখনই হারাম। হারাম তো আর নির্দিষ্ট সময় অনুসারে হয় না। এটা সবসময়ের জন্যই। পিতা-মাতার অবাধ্য হওয়া বড় কবিরাগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি তার পিতা-মিতার অবাধ্য সে এই গুনাহ থেকে মাফ পাবেন না। তিনদল মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের মদ্যে যারা পিতা-মাতার অবাধ্য তারাও আছেন। পিতা-মাতার অবাধ্য হলেই আপনি অপরাধ করেছেন। রাসুল (সা.) নিজে বলেছেন, পিতা-মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কোনো মেয়ে অথবা নারীর যখন বিয়ে হয় তখন দুই বিষয় একসাথ হয়। একটি স্বামীর হক, আরেকটি পিতা-মাতার হক। এক্ষেত্রে স্বামীর হককে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে, বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন। না সেটাও করাও যাবে না। দুটি বিষয়ই থাকবে এখানে। এখানে স্বামীর দায়িত্বের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করবেন। কোনোভাবেই কোনো অবস্থাতে বাবা-মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না।