বিক্রির চাপে বেশিরভাগ কোম্পানির দরপতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের মতো আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। বিক্রির চাপ বাড়ায় আজও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়। গতকালের তুলনায় আজ লেনদেন পরিমাণ কমেছে। লেনদেন কমলেও হাজার কোটি টাকার ঘরে রয়েছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে পাঁচ হাজার ১৬২ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৫ কোটি এক লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল এক হাজার ১৪৩ কোটি দুই লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ চার হাজার ৬০৭ কোটি ৩৮ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল সাত লাখ ৯ হাজার ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৬৭ দশমিক ৯৬ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৯৩২ দশমিক ২৭ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১৫ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৫ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৪ দশমিক চার পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৬টির ও কমেছে ২৬৯টির বা ৬৭ দশমিক ৪১ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৪টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে পাঁচ দশমিক ৬০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।