প্রথম ঘণ্টায় লেনদেন ৮১ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ৮১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, ক্রেতার চাপে ডিএসইতে লেনদেন শুরুতে সব ধরনের সূচক উত্থান হয়েছে। লেনদেনের শুরুর প্রথম ৬০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৮৭ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় চার হাজার ৯৫১ দশমিক ৪০ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩২ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭ দশমিক ৮১ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ১০ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের তিন কোটি ৩১ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের দুই কোটি ৮২ লাখ টাকা, গ্রামীণফোনের দুই কোটি ৭৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের দুই কোটি ৪১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ৩৯ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার দুই কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।