অথচ মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন কোহলি

সময়টা ভালো যাচ্ছে না কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানের। শেষ সাত টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন চার উইকেট। ভারতের বিপক্ষে সিরিজেও ছিলেন অনুজ্জ্বল। তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে কোনো উইকেট শিকার করতে পারেননি। তাই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি।
তারপরও তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটসম্যানদের জন্য মুস্তাফিজ চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন তিনি।
এ ব্যাপারে কোহলি বলেন, ‘সে দারুণ একজন একজন বোলার। লাল বলে সে এর আগে কিছু ম্যাচ খেলেছে। আমি মনে করি সে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অবশ্য আমাদের দলে ভালো মানের বাঁহাতি পেসার নেই।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশ ভারতের বিপক্ষে নয়টি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু একটিতেও জয়ের মুখ দেখেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থানে রয়েছে ভারত। ভারত এখন পর্যন্ত আসরে পাঁচটি ম্যাচে অংশ নিয়ে সবই জিতেছে।
বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত (প্রথম টেস্টে খেলছেন না), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।