অনুশীলনে ফিরলেন তামিম
চোটের কারণে লম্বা সময় মাঠে নেই তামিম ইকবাল। খেলা হচ্ছে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে, নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে থেমে নেই দেশসেরা ওপেনার। চোট কাটিয়ে মাঠের অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম।
আজ রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন তামিম। অনুশীলনে এসে নেট বোলারদের নিয়ে নেটে ব্যাট করেছেন বাঁহাতি এই ওপেনার। বেশ সময় ধরে নেটে ঘাম ঝরান তামিম।
আজ সকালে ফিটনেস ট্রেনিং দিয়ে অনুশীলন মিশন শুরু করেন তামিম। এরপর করেন স্কিল ট্রেনিং। এরপর ব্যাট নিয়ে চলে যান সেন্টার উইকেটের নেটে। সেখানে ব্যাটিং অনুশীলন করেন লম্বা সময় ধরে।
হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর দেশে ফিরে আসেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। পুরোপুরি ফিট হতে কয়েক সপ্তাহ বিশ্রাম দরকার ছিল তাঁর। যার জন্য মাঝে খেলা হয়নি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টানা টি-টোয়েন্টিতে না খেলায় তামিমের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। পরে তামিম নিজেই এক ভিডিও বার্তায় জানান, বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর। গত ১ সেপ্টেম্বর ফেসবুকে ভিডিও পোস্ট করে, বিশ্বকাপ না খেলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
অবশ্য, জাতীয় দলের হয়ে না খেললেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেবেন তামিম। যোগ দেবেন নেপালের ঘরোয়া টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টটিতে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে খেলবেন তামিম। এর জন্য বিসিবির অনাপত্তিপত্রও পেয়ে গেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর নেপালের লিগে খেলতে ঢাকা ছাড়বেন তামিম ইকবাল।