অলিম্পিকে খেলবেন কি না নিশ্চিত নন নাদাল
করোনার থাবায় সারা পৃথিবী একরকম বিপর্যন্ত। এমন পরিস্থিতিতে টোকিও অলিম্পিক গেমস আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অবশ্য এরই মধ্যে টোকিও অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রাফায়েল নাদাল।
এবিসি নিউজের খবরে জানা গেছে, নাদাল নিজেই বুঝতে পারছেন না করোনা পরিস্থিতিতে কী করবেন। অলিম্পিক গেমসে অংশ নেবেন কি না, এখনো নিশ্চিত নন।
এ ব্যাপারে নাদাল বলেন, ‘অলিম্পিকে খেলব কি না সেটা বলার জায়গায় নেই। অন্য সময় হলে অলিম্পিকে নামার ব্যাপারে দুবার চিন্তা করতাম না। অলিম্পিক গেমসকে আমি অনেক গুরুত্ব দেই। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দেখতে হবে সামনের কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যায়।’
এদিকে টোকিও, ওসাকাসহ জাপানের কয়েকটি শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি অবস্থার মেয়াদ ৩১ মে অবধি বাড়িয়েছে জাপান সরকার। তবে তারা আশা করছে সফলভাবেই গেমস আয়োজন সম্ভব। প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।