আজ বায়ার্ন পরীক্ষায় নামবে লেভান্দোস্কির বার্সা
বায়ার্ন মিউনিখ মানেই বার্সেলোনার জন্য চরম দুঃস্বপ্নের নাম। চ্যাম্পিয়নস লিগে গেল দুই আসরেই কাতালান ক্লাবটিকে ডুবিয়েছে জার্মান ক্লাবটি। সেই বায়ার্ন পরীক্ষায় আবার নামবে বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
এতদিন বায়ার্নের জার্সিতে লড়েছিলেন রবার্ট লেভান্দোস্কি। পোলিশ তারকার সেই অধ্যায় এখন অতীত। লেভার নতুন ঠিকানা এখনো বার্সেলোনা। আজ স্প্যানিশ ক্লাবটির হয়ে নিজের সাবেক ক্লাব বায়ার্নের বিরুদ্ধে লড়বেন এই স্ট্রাইকার। আগের দুই আসরে বার্সার মাথা ব্যথার কারণ ছিলেন লেভা। আজ সেই লেভাই বার্সেলোনার তুরুপের তাস।
তা ছাড়া লা লিগায় দারুণ ছন্দে আছেন লেভা। দলের হয়ে গোলও পাচ্ছেন নিয়মিত। লা লিগার ছন্দ এবার চ্যাম্পিয়নস লিগে দেখাতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা। লড়াইটা আজ শুধু বার্সা বনাম বায়ার্ন নয় বলা চলে বায়ার্ন বনাম লেভান্দোস্কির। তাইতো ম্যাচটিকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত আট বছরে বায়ার্নের হয়ে ৩৭৫ ম্যাচে লেভা গোল করেছিলেন ৩৪৪টি। চুক্তি ভেঙে এই মৌসুমে বার্সায় যোগ দেন তিনি। বার্সায় নাম লিখিয়েই ৬ ম্যাচে এরই মধ্যে ৯ গোল করে ফেলেছেন তিনি।
এ বার তাঁর পাখির চোখ পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করা। মূল লড়াইয়ের আগে লেভা বলেছেন, ‘বায়ার্নের বিরুদ্ধে আমার সঙ্গে দলেরও কঠিন পরীক্ষা হতে চলেছে। এই ম্যাচেও গোল করতে চাই।’
অন্যদিকে লেভাকে নিয়ে উদ্বেগ বাড়ছে বায়ার্ন ম্যানেজার ইউলিয়ান নাগেলসমানেরও। তিনি বলেছেন, ‘গোলের সামনে লেভার মতো ভয়ঙ্কর স্ট্রাইকার খুব কমই আছে।’