আফিফ-শুক্কুরদের ব্যাটিংয়ে হতাশ তামিম
বিসিবি প্রেসিডেন্টস কাপে বেশ ছন্দে ছিলেন ইরফান শুক্কুর। ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেনও। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পুরো উল্টো। দুজনের ব্যাটই হাসছে না। তাঁদের দল ফরচুন বরিশালও হেরেই চলছে। তরুণরা ঠিকভাবে জ্বলে না ওঠায় হতাশা প্রকাশ করলেন অধিনায়ক তামিম ইকবাল।
প্রেসিডেন্টস কাপে পাঁচ ম্যাচে ২১৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে ছিলেন শুক্কুর। অথচ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে থিতুই হতে পারছেন না তিনি। বাজে সময় পার করছেন আফিফও।
দুই তরুণের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ‘সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি, আমাদের দলে আমরা এই জিনিসটা মিস করছি। আফিফ, শুক্কুররা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের স্কোয়াডে কিছুটা লিমিটেশন আছে। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’
আজ শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে জেমকন খুলনার কাছে হেরেছে বরিশাল। পাঁচ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল, অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। আজকের ম্যাচটি হারা প্রসঙ্গে তামিম বলেন, ‘দেখুন এভাবে হারাটা কখনই ভালো কোনো অনুভূতি না। আমি মনে করি বোলিং ইউনিটে আমরা কিছু ভুল করেছি। দেখুন এমনিতে ১৩ রান দেওয়াটা ভালো কিছু নয়। আমরা বেশ কিছু বাউন্ডারি এবং কিছু ওয়াইড দিয়েছি। তাদের ১৫০ এর নিচে আটকে দেওয়া সম্ভব হলে তখন আমাদের একটা সুযোগ থাকত। আমাদের লক্ষ্য ঠিক ছিল প্রথম ছয় ওভার পর্যন্ত কিন্তু আমরা পরে নিজেদের ধরে রাখতে পারিনি। এটা আসলে দুর্ভাগ্য। আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। এই পরিস্থিতিতে আগেও বলেছি, আমি মনে করি তারা সবাই খুবই ভালো খেলোয়াড়। শুধু দল হিসেবে আমরা ক্লিক করতে পারছি না।’