আবার কোন দায়িত্বে রবি শাস্ত্রী?

ভারতের অন্যতম সফল কোচ ছিলেন রবি শাস্ত্রী। দুই মেয়াদে কোহলিদের দায়িত্বে অনেক সাফল্য পেয়েছেন। ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি সরে দাঁড়ান কোচের পদ থেকে। এখন শোনা যাচ্ছে আবার কোচিং করাতে চান তিনি। না, জাতীয় দলের নয়— তাঁর আগ্রহ তৃণমূলের কোচিং করানো নিয়ে।
এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমে রবি শাস্ত্রী বলেন, ‘ভারতীয় দলের কোচ হিসেবে আমার কাজ শেষ। সাত বছরে যা করার ছিল করেছি। আর পুরনো দায়িত্বে ফিরব না। যদি সুযোগ পাই, তৃণমূলে কোচিং করাব। নতুন ক্রিকেটার তুলে আনব। এর জন্য আমার কিছু পরিকল্পনাও আছে। কিন্তু আর ভারতীয় দলের কোচিং নয়। এখন আমি খেলা উপভোগ করতে চাই।’
রবি শাস্ত্রী ভারতের হয়ে ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত খেলেছেন। ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডেতে মাঠে নামেন।
২০১৪ সালে ভারতের টিম ডিরেক্টরের দায়িত্ব পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। মাঝখানে এক বছর অনিল কুম্বলে ভারতীয় দলের কোচ ছিলেন। পরে ২০১৭ সাল থেকে ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।