কে হচ্ছেন ভারতের নতুন কোচ?

এরই মধ্যে দুই মেয়াদে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন রবি শাস্ত্রী। আগামী নভেম্বরে শেষ হচ্ছে তাঁর দ্বিতীয় মেয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী মেয়াদে তিনি দায়িত্ব পাবেন কি না।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ভারতীয় দলের সাবেক অধিনায়ক কপিল দেব কোচ হিসেবে আবার রবি শাস্ত্রীকে দেখতে চান। তাই কোচ পদে পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।
বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ২০১৭ সালে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অনিল কুম্বলে। পরে রবি শাস্ত্রীকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৯ সালে রবি শাস্ত্রীর ওপর আস্থা রেখে তাঁকে আরও একবার কোহলিদের কোচের পদে রাখা হয়। মেয়াদ এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
রবি শাস্ত্রীর কোচিংয়ে ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। আর প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কোহলিদের। তবে ২০১৮ সালের এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফির মতো টুর্নামেন্টে জিতেছে ভারত। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পরপর দুবার টেস্ট সিরিজ হারায়।
এখন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে বিসিসিআই। আসরে ভালো করতে পারলে কোচ হিসেবে আবার রবি শাস্ত্রীর মেয়াদ বাড়ানো হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলও বিবেচনায় থাকবে।
রবি শাস্ত্রীর মেয়াদ আর বাড়ানো না হলে তাঁর পরিবর্তে কোচ হওয়ার দৌড়ে অনেকেরই নাম শোনা যাচ্ছে। প্রথম সারিতে আছেন রাহুল দ্রাবিড়। তাঁর অধীনে ভারতীয় দ্বিতীয় সারির দল এখন শ্রীলঙ্কা সফরে। তাছাড়া ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচের দায়িত্বে আছেন দ্রাবিড়।