আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই
দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত ছিলেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেলা। প্রাণঘাতী রোগের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। সাবেলার অধীনেই ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল খেলে আর্জেন্টিনা।
গোল ডটকমের খবর অনুযায়ী, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সাবেলা। গত ২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নেওয়ার প্রথম দিকে ভালো সাড়া দিচ্ছিলেন তিনি।
কিন্তু সংক্রমণ হওয়ায় ধীরে ধীরে অবস্থার অবনতি হয়। এরপর বুয়েনস আইরেসের বেলগ্রানোর একটি হাসপাতালে দুসপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। কিন্তু কিছুতেই ফল এলো না। স্থানীয় সময় মধ্যরাতে মারা গেলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৮০-এর দশকের মিডফিল্ডার সাবেলা আর্জেন্টিনার হয়ে আটটি ম্যাচ খেলেন। খেলোয়াড়ী জীবন শেষে পা রাখেন কোচিং ক্যারিয়ারে। ২০১১ সালে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব পান তিনি। এরপর তাঁর হাত ধরেই ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। যদিও জার্মানদের সামনে পড়ে ফিকে হয়ে যায় আর্জেন্টিনার শিরোপার আশা। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপের স্বপ্ন দেখানো সাবেলা এবার নিজেই বিদায় নিলেন।