ইনিংসের শুরুতেই চাপে মুশফিকরা
গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। ওপেনিংয়ে পরিবর্তন এনেও সাফল্য পায়নি দলটি। দলীয় ২৩ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে ঢাকা। দ্রুত তিন উইকেট হারিয়ে উইকেটে লড়ছেন মুশফিকরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেক্সিমকো ঢাকার সংগ্রহ তিন উইকেটে ২৪ রান। ব্যাট করতে নেমে একে একে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান ও তানজিদ হাসান তামিম।
আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা-চট্টগ্রাম। চলতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ছন্দে ছুটছে চট্টগ্রাম। উড়ন্ত জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম এখনো হারের মুখ দেখেনি। চার ম্যাচের সবগুলোতে জিতে গোটা আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মিঠুনের দল। দারুণ ছন্দে আছেন দলটির ব্যাটসম্যানরা। তুমুল ফর্মে আছেন দলটির ডান হাতি ওপেনার লিটন দাস। ছন্দশীল দল নিয়ে এবার নিজেদের পঞ্চম জয়ের মিশনে নেমেছে চট্টগ্রাম।
অন্যদিকে ঢাকার শুরুটা ছিল হতাশার। হার দিয়ে শুরু করা ঢাকা নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে। চতুর্থ ম্যাচে পায় প্রথম জয়ের দেখা। এরপর অবশ্য পরের ম্যাচেও জয় নিয়ে ছন্দে ফিরেছে মুশফিকুর রহিমের দল। এবার এই ছন্দ ধরে রাখতে মাঠে নেমেছে ঢাকা।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।