এএস রোমাকে ফাইনালে তুলে আবেগে ভাসলেন মরিনিয়ো
উরোপা কনফারেন্স লিগের ফাইনালে এএস রোমাকে তুলেছেন জোসে মরিনিয়ো। স্বাভাবিকভাবে আনন্দ ছুঁয়ে যাওয়ার কথা তাঁকে। কিন্তু, আবেগটা যেন আজ বেশিই স্পর্শ করল এএস রোমা কোচকে। রোমাকে ফাইনালে তোলার আনন্দে চোখের জলের আবেগে ভাসলেন এ পর্তুগিজ কোচ।
গতকাল বৃহস্পতিবার উরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে লেস্টারশায়ারকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে এএস রোমা। জয়ের পর মরিনিয়োর কান্না যেন ছুঁয়ে গেল ফুটবলপ্রেমীদের। খুব বড় টুর্নামেন্ট না হলেও আবেগী কণ্ঠে তিনি জানান দিলেন, এটাই তাঁর চ্যাম্পিয়নস লিগ।
অবশ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোচ হিসেবে এক বার নয়, দুবার জিতেছেন মরিনিয়ো। ইউরোপের দ্বিতীয় লিগের শিরোপার স্বাদও পেয়েছেন তিনি। এবার তৃতীয় সারির ক্লাব টুর্নামেন্টে নিজের বর্তমান দলকে ফাইনালে তুললেন তিনি।
ম্যাচ শেষে এ আনন্দ নিয়ে মরিনিয়ো বলেন, ‘আমরা এখনও শিরোপা জিতে যাইনি, মাত্রই ফাইনালে উঠেছি, তার পরও এ প্রাপ্তির মানে অনেক। অবশ্যই এর চেয়ে বড় মুহূর্ত আমার ক্যারিয়ারে এসেছে। তবে, আমার এ অনুভূতি স্রেফ নিজের জন্য নয়, আমার দলের খেলোয়াড়দের ও সমর্থকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে আমাকে। আমাদের জন্য, এটিই চ্যাম্পিয়ন্স লিগ।’
এএস রোমা কোচ আরও বলেন, ‘আমার চোখের জল ঝরেছে, কারণ আমার এ আবেগ তাদের সবার জন্য, যারা এ ক্লাবকে ভালোবাসে। এটির চেয়েও অনেক মর্যাদার ফাইনাল খেলার সৌভাগ্য আমার হয়েছে। তবে, এ ক্লাবে আমরা যেভাবে একটি পারিবাহিক আবহ তৈরি করতে পেরেছি, সেদিক থেকে এ প্রাপ্তি আমার কাছে বিশেষ কিছু।’
আগামী ২৫ মে হবে এ টুর্নামেন্টের ফাইনাল। যেখানে এএস রোমা শিরোপার জন্য লড়াই করবে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে।