একাদশে মুস্তাফিজ, নেই তাসকিন-সাইফউদ্দিন
কিছুটা চোটের সমস্যা শোনা গেলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ। ম্যাচে দুই পেসার নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের দল। কাটার-মাস্টারের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। অবশ্য একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
টি-টোয়েন্টিতে এটাই দুদলের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলিংয়ে স্পিন বিভাগ সাকিবের সঙ্গে সামলাবেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়াও একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।
অন্যদিকে সফরকারী অস্ট্রেলিয়া তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে। পেস বিভাগে মিচেল স্টার্কের সঙ্গে আছেন জশ হেইজেলউড ও অ্যান্ডু টাই। স্পিনে আছেন অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে জয়ের স্বাদ পেলেও টি-টোয়েন্টিতে এখনো জিততে পারেনি বাংলাদেশ। এই সংস্করণে চারবার অসিদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোই ছিল বিশ্বকাপের মঞ্চে। কিন্তু একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে এই ফরম্যাটে পেয়েছে বাংলাদেশ। তাই এই ফরম্যাটে অসিদের বিপক্ষে নিজেদের অধরা জয়ের স্বপ্ন পূরণ করার অপেক্ষায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা।