এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে

এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে। চলতি বছর ডিসেম্বরেই শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে দেশটিতে। টুইট করে সেই খবর জানিয়ে দিল পিসিবি। দ্বীপরাষ্ট্রের থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০০৯ সালে এই শ্রীলঙ্কার সঙ্গেই পাকিস্তান নিজেদের মাটিতে শেষবার ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের ম্যাচ খেলেছিল।
চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। যদিও নিরাপত্তা জনিত কারণে দ্বীপরাষ্ট্রের ১০ জন প্রথমসারির ক্রিকেটার পাক সফর করেননি। শ্রীলঙ্কার অধিনায়ক দ্বিমুখ করুণারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গার মতো চেনা মুখকে পাওয়া যায়নি গত সিরিজে।
আগামী ১১ ডিসেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিণ্ডির পিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে, শুরু হবে ১৯ ডিসেম্বর।