এখন থেকে প্রতিবছর দিবারাত্রির টেস্ট খেলবে ভারত!

কলকাতার ইডেন গার্ডেনসে ফ্লাডলাইটের আলোয় প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে নামবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-ভারত। ঐতিহাসিক এই দিবারাত্রির টেস্টকে ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বিরাজ করছে বাড়তি উত্তেজনা।
এরই মধ্যে নতুন খবর হলো, এখন থেকে প্রতিবছরই দিবারাত্রির টেস্ট খেলবে ভারত। বিষয়টি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী।
এ প্রসঙ্গে সৌরভের মন্তব্য, ‘আমরা চেষ্টা করব প্রত্যেক বছর ভারতে একটা দিন-রাতের টেস্ট খেলতে। এটা নিশ্চিত। আর ভারত যখন বিদেশে যাবে, তখন সে দেশের বোর্ডের সঙ্গে কথা বলব। দেখব যদি একটা দিবারাত্রির টেস্ট আয়োজন করা যায়।’
আগামী ২২ নভেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেনসে দিবারাত্রি টেস্ট খেলবে ভারত। ম্যাচটি কীভাবে আকর্ষণীয় করা যায়, তা নিয়ে দফায় দফায় আলোচনায় বসছেন বোর্ড কর্মকর্তারা।
এই টেস্টকে কেন্দ্র করে আমন্ত্রণ পেয়েছেন অনেক তারকা। আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী রুনা লায়লাও। সে তালিকায় যুক্ত হচ্ছেন শচীন টেন্ডুলকার-সানিয়া মির্জাও।
এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যরা অনেকেই থাকছেন। চেষ্টা করছি শচীনকে হাজির করানোর। এ ছাড়া পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ও রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’
তবে গুণী মানুষের মধ্যে ইডেনের ঐতিহাসিক বেল বাজিয়ে টেস্টের সূচনা কে করবেন, এমন প্রশ্নের উত্তরে সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। এখানকার মুখ্যমন্ত্রী থাকছেন। দেখা যাক, তাঁদের কেউই সূচনা করবেন।’