এনামুল-সাকিবদের হারিয়ে চাপে খুলনা
আরো একবার ব্যর্থ জেমকন খুলনার টপ অর্ডার। ওপেনিংয়ে পরিবর্তন এনেও সাফল্যের দেখা পায়নি মাহমুদউল্লাহর দল। ওপেনিংয়ে ব্যাট করতে নামা এনামুল হক বিজয় ও সাকিব আল হাসানকে হারিয়েছে খুলনা। সাজঘরে ফিরেছেন অধিনায়ক মাহমুদউল্লাহও। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে খুলনা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ছয় উইকেটে ৭৪ রান।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে খুলনা। ব্যাটিংয়ের শুরুতেই ফিরেছেন এনামুল। ছয় রানে সাজঘরে ফিরেন তিনি। এরপর ৩ রানে আউট হন সাকিব। এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান মাহমুদউল্লাহও।
ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। খেলাটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস ও বাংলাদেশ টেলিভিশন।
দুই দলই টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে ফরচুন বরিশালকে হারিয়েছে খুলনা। তবে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে দলটি। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরেছে খুলনা। অন্যদিকে উড়ন্ত জয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে।
জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।