এমপি হিসেবে লাল পাসপোর্ট, গাড়ি-বাড়ি কিছুই নেইনি : মাশরাফি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/05/captain-pic.jpg)
ক্রিকেটার মাশরাফিকে বাংলাদেশের মানুষ চেনেন ২০০১ সাল থেকে। দেশসেরা পেসার, নড়াইল এক্সপ্রেস, সফলতম অধিনায়ক- এসব পরিচয়ই ছিল তাঁর নামের পাশে। ২০১৯ সাল থেকে যুক্ত হয়েছে নতুন এক পদবি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জিতেছেন জাতীয় নির্বাচনে। নিজ এলাকা নড়াইল-২ আসন থেকে হয়েছেন সংসদ সদস্য। তবে নতুন এ পরিচয়ে এখনো সেভাবে আত্মপ্রকাশ করেননি মাশরাফি। তবু রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই কিছু মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।
যাদের বেশিরভাগেরই ভাষ্য, বাংলাদেশের নোংরা রাজনীতিতে নাম লেখানোর সিদ্ধান্তটা ভালো হয়নি মাশরাফির। তিনি ব্যক্তি হিসেবে যত ভালোই হোন না কেন, রাজনীতির কালো থাবায় তাঁর ব্যক্তিত্বের আঘাত লাগবে বলে মনে করেন তাঁরা।
তবে মাশরাফি নিজে অবশ্য শুরু থেকেই জানিয়েছেন, তিনি রাজনীতি করতে এসেছেন শুধু নিজের এলাকার উন্নতির জন্য, এর বাইরে কোনো চাওয়া পাওয়া নেই তাঁর।
এ কারণেই সংসদ সদস্যপদ পাওয়ার প্রায় এক বছর পরও বাড়তি কোনো সুবিধা তিনি নেননি। সংসদ সদস্য হিসেবে যে বিশেষ লাল পাসপোর্ট কিংবা আলাদা গাড়ি অথবা বাড়ি কিছুই নেননি মাশরাফি। এর পেছনের কারণটাও আজ তিনি জানান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর।
প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকের মর্যাদা আপনারা পান। রাষ্ট্রীয় একটা সম্মান থাকে এটা কতটা মিস করবেন?
উত্তরে মাশরাফি বলেন, ‘আমি আসলে যখন খেলোয়াড় হিসেবে শুরু করেছি তখনো এটা ফিল করিনি। যখন অধিনায়ক হয়েছি তখনো এটা মনে করিনি। আবার এখন আমার তো আরেকটা পরিচয় আমি সংসদ সদস্য, সেটাও আমি ফিল করিনি। কারণ লাল পাসপোর্ট নেইনি, আমি গাড়ি নেইনি, বাড়ি নেইনি- কিছুই নেইনি। সো আমি আসলে এসব থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করেছি।’