ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করতে পারেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ মিস করতে পারেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর পরিবর্তে তাইজুল ইসলামকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ তথ্য।
এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘সাকিব ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে বলেছিল টেস্ট খেলবেন না এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। পরে আমার সাথে কথা বলার পর টেস্ট খেলবে বলে জানায়। তাকে অধিনায়ক করা হয়। আমি শুনেছি সে জালাল ভাইকে (বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান) জানায় ওডিআই সিরিজে নাও খেলতে পারে। অবশ্য বোর্ডের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। সম্ভবত আজ বা কাল তাদের সঙ্গে কথা বলার পর আমি বুঝতে পারব।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘যদি সিনিয়ররা আইসিসি ইভেন্টের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই সুপার লিগ) অংশ নয় এমন খেলা থেকে বিরতি চান, তা ভালো। আমরা নতুন ক্রিকেটারদের দেখতে পারি এবং তাদের জায়গায় আমাদের খেলোয়াড় আছে কি না। সবকিছু চিন্তা করে আমাদের মনে আছে যে তাদের (সিনিয়রদের) বিরতি দেওয়া দরকার।’
এদিকে, নাজমুল বলেছেন যে বোর্ড ঘরোয়া প্রথম-শ্রেণির কাঠামো তদারকি করার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেট কাঠামো আলোচনার টেবিলে উঠে এসেছে।
‘আমরা প্রথম-শ্রেণির ক্রিকেটের তদারকি করার জন্য একটি কমিটি গঠন করেছি। তারা ইতিমধ্যে তিনটি প্রস্তাব প্রস্তুত করছে, আমাদের কাছে দেবে এবং পরে আমরা তাদের সুপারিশ দেখব, ‘যোগ করেন নাজমুল হাসান।
সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে। প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।
১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।