কমেন্ট্রি বক্সের সেই দুর্দান্ত কণ্ঠস্বর আর শোনা যাবে না
দীর্ঘ দুই দশক স্কাই স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে ছিলেন মাইকেল হোল্ডিং। আর ধারাভাষ্যকার হিসেবে পাওয়া যাবে না তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই বোলার দ্বিতীয় ইনিংসটা শেষ করলেন। ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
ইএসপিএনক্রিকইফোর খবরে জানা গেছে, গত এক বছর ধরে ধারাভাষ্য থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলেন মাইকেল হোল্ডিং। এক রেডিও টক শো-তে তিনি বলেছিলেন, ‘এই বয়সে আর পথ চলা সম্ভব নয়। আমার বয়স এখন ৬৬। ৩৬, ৪৬ বা ৫৬ নয়। আমি স্কাইকে বলেছিলাম, এক বছরের বেশি দায়বদ্ধ হতে পারব না। আমাকে ২০২১ নিয়ে ভাবতেই হবে। স্কাই ছেড়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। এই কোম্পানি আমার জন্য এত ভালো কিছু করেছে যে, আমার বলার ভাষা নেই।’
১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর ধারাভাষ্যকার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান হোল্ডিং। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর জাতিবিদ্ধেষ নিয়ে তাঁর মনোলগ সারা বিশ্বের মন কেড়েছিল। ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ধারাভাষ্যকার হিসেবে তাঁর নাম রয়েছে। ইংল্যান্ডে কোনো হোম সিরিজ হলে হোল্ডিংয়ের ধারাভাষ্য শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকতেন। যেমনটা হতো অস্ট্রেলিয়াতে খেলা হলে প্রয়াত রিচি বেনোর জন্য।