চট্টগ্রামকে রুখতে পারেনি তামিমের বরিশাল
প্রথমে ব্যাট করে মাঝারি সংগ্রহ গড়ে গাজী গ্রুপ চট্টগ্রাম। করে ১৫১ রান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এই রান তাড়া করেও জিততে পারেনি ফরচুন বরিশাল। তারা হেরেছে ১০ রানে।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বরিশালের ইনিংস থামে ১৪১ রানে। সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক তামিম ইকবালের। তিনি করেন ৩২ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আফিফ হোসেনের (২৪)। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।
এই ম্যাচেও বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। চার ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন। শফিউল ইসলাম ২৭ রান খরচায় তিন উইকেট পান।
এর আগে প্রথমে ব্যাট করে ১৫১ রান করে চট্টগ্রাম। লিটন দাস সর্বোচ্চ ৩৫ রান করেন। আর মোসাদ্দেক হোসন সৈকত ২৮ ও শামসুর রহমান শুভ ২৬ রান করেন। সৌম্য সরকার (৫) ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১৭) দ্রুত সাজঘরে ফেরেন।
আবু জায়েদ রাহি চার ওভারে ৪২ দিয়ে দুই উইকেট নেন। আর একটি করে উইকেট নেন সুমন খান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান।
আসরে এটি চট্টগ্রমের তৃতীয় জয়। আর বরিশালের তৃতীয় ম্যাচে দ্বিতীয় হার।
টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জিতেছিল চট্টগ্রাম। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে প্রথম দুই ম্যাচেই নয় উইকেটে জিতেছিল চট্টগ্রাম।