চরম সংকটেও মধ্যেও শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কায় সাম্প্রতিক অভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও এই গ্রীষ্মে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) – উভয় বোর্ড এই বিষয়টি নিশ্চিত করেছে।
এসএলসির সভাপতি শাম্মি সিলভা ক্রিকবাজকে জানিয়েছেন, সফরটি এগিয়ে যাচ্ছে। আর সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা বলেন, ‘এখন কোনো পরিবর্তন নেই।’ শুক্রবার সকালে সিএ তাদের দল ঘোষণা করবে। করোনা মহামারীর পর প্রথম শ্রীলঙ্কায় একটি স্কোয়াড পাঠাবে অস্ট্রেলিয়া।
সিএ’র এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে অনেকে। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের কারণে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা এখন বেড়েছে। এটি মূলত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের কারণে টুর্নামেন্টটি অনিশ্চিত হয়ে পড়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একজন কর্মকর্তা বলেন, অস্ট্রেলিয়া সফরের পর আমরা সিদ্ধান্ত নেব।
এদিকে একটি নিরাপত্তা প্রতিনিধি দল শ্রীলঙ্কা সফর করে যাওয়ার পর সিএ এই সিদ্ধান্ত নেয়। অবশ্য অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে ব্যাপক বিক্ষোভের সাক্ষী হয়ে আছে দেশটি।
তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট নিয়ে সিরিজটি ৭ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সীমিত ওভারের ম্যাচ গুলো কলম্বো এবং ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। দুটি টেস্ট হবে গলে।