জাপানকে আরেকটি স্বর্ণ উপহার দিলেন ওহাশি
টোকিও অলিম্পিকে আরেকটি স্বর্ণ জিতলেন জাপানের সাঁতারু কন্যা ইউই ওহাশি। মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে জিতে দেশকে নিজের দ্বিতীয় স্বর্ণ উপহার দিলেন স্বাগতিক তারকা।
আজ বুধবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ২ মিনিট ০৮ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে স্বর্ণ জিতেছেন ওহাশি। দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন ওয়ালশ। ২ মিনিট ০৯ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কেট ডগলাস।
এর আগে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও সেরা হয়েছিলেন জাপানের এই সাঁতারু। ৪০০ মিটারে তিনি সময় নিয়েছিলেন ৪ মিনিট ৩২ দশমিক ০৮ সেকেন্ড। টোকিও অলিম্পিকে সাঁতার থেকে এখন পর্যন্ত দুটি স্বর্ণ জিতেছে জাপান। দুটিই এনে দিয়েছেন ওহাশি।
অন্যদিকে ফ্রি-স্টাইলে অবশেষে স্বর্ণ জিতেছেন লেডেকি। পরপর দুটি ইভেন্টে মন খারাপ করে পুল ছাড়তে হয়েছে রেকর্ডধারী সাঁতারু কন্যা কেটি লেডেকিকে। ২০০ মিটার ফ্রি-স্টাইল ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে এক আরিয়ার্ন টিটমাসের কাছেই পরাজয় মেনে নিতে হয়েছে তাঁকে। দুই ইভেন্টে হতাশ হওয়া লেডেকি ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে হাসলেন সোনার হাসি।
মেয়েদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী মার্কিন সাঁতারু লেডেকি। এই বিভাগের সোনা-রুপা দুটিই গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে। স্বর্ণ জেতার পথে লেডেকির সময় লেগেছে ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড। তাঁর দেশীয় সতীর্থ এরিকা সুলিভান ১৫ মিনিট ৪১.৪১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর ১৫ মিনিট ৪২.৯১ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জার্মানির সারাহ কোলার।
পরপর দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের লড়াইয়ে স্বর্ণ জেতা লেডেকি বলেন, ‘অন্তত একটা সোনা জিততে চেয়েছিলাম, অবশেষে সেই বক্সে টিকচিহ্ন দিতে পেরেছি।’