টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জয় দিয়ে সিরিজে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতেছে ২৩ রানে। প্রথম ম্যাচে জয়ের উচ্ছ্বাস শেষ না হতেই আজ বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে লাল-সবুজের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচেও টসে জিতেছে অস্ট্রেলিয়া। তারা বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে।
প্রথম ম্যাচেও টসে জিতেছিল অস্ট্রেলিয়া। আগের ম্যাচে ফিল্ডিং নিয়ে সাফল্য আসেনি। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যারবিটহোলস্পোর্টসে।
গতকাল মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩২ লক্ষ্য তাড়া করতেই নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন নাসুম আহমেদ। দারুণ বোলিং করে ভূমিকা রাখেন সাকিব আল হাসান, মেহেদী হাসান ও শরিফুল ইসলামরা।
মিরপুরে মন্থর ও টার্নিং উইকেটে স্পিনের সামনে ব্যাকফুটে ছিলেন মিচেল মার্শ ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা। মার্শই শুধু রানের দেখা পান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তাতে অল্প পুঁজি নিয়েও সাফল্য পায় বাংলাদেশ। সেই সাফল্য এবার দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া চায় জয়ে ফিরতে।
প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে অসিরা। অধিনায়ক ম্যাথু ওয়েড কাল হারের পর জানালেন তেমনটাই, ‘আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনায় অটুট থাকতে হবে। নিজের মতো করে খেলার সাহস রাখতে হবে। তবে ছোট স্কোর তাড়া করার সময় সাহসী হওয়া ও স্মার্ট হওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। ছেলেরা এখানে খুব বেশি খেলেনি। উইকেটে গিয়ে ১০-১৫ বল কাটানো জরুরি এবং সামনে এগোনোর পথে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেটে ও পাঁচ ম্যাচের সিরিজে খোলসে ঢুকে যাওয়া চলবে না। পরের ম্যাচে এবং পরেও একই বোলারদের খেলতে। একটা উপায় বের করতে হবে, যা কাজে দেয়।’
অসি অধিনায়ক আরও বলেন, ‘অবশ্যই এটা চ্যালেঞ্জের এবং পরের ম্যাচে আমাদের জবাব দিতে হবে। আশা করি সামান্য যে সময়টুকু উইকেটে কাটানো গেছে (প্রথম ম্যাচে), সেখান থেকেই বুঝে নিয়ে রান করার পথ খুঁজে নেবে সবাই।’
অন্যদিকে বাংলাদেশও চায় জয় ধরে রাখতে। অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, 'এই জয়ে আমরা এখনই ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া। এই ম্যাচে যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, নিশ্চিত করা। প্রথম বল থেকে সেরাটা দেওয়া। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া।’