টস হেরে ব্যাটিংয়ে সাকিবরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/28/toss.jpg)
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে সাকিব-মাহমুদউল্লাহদের খুলনা।
ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। খেলাটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস ও বাংলাদেশ টেলিভিশন।
দুই দলই টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে ফরচুন বরিশালকে হারিয়েছে খুলনা। তবে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে দলটি। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরেছে খুলনা। অন্যদিকে উড়ন্ত জয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে।
দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রাজশাহী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ওই ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার চেষ্টায় থাকবে বরিশাল। কারণ এক ম্যাচে খেলে সেটিতে হেরেছে তামিম ইকবালের দল। অন্য দিকে টানা দুই জয় নিয়ে দারুণ ছন্দে আছে নাজমুল শান্তের রাজশাহী।
জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।