টেস্টে আরেকবার তাইজুলের পাঁচ উইকেট
ডারবানে প্রথম টেস্টের একাদশেই ছিলেন না তাইজুল ইসলাম। তাসকিন আহমেদের ইনজুরির সুবাদে সুযোগ হলো দ্বিতীয় টেস্টে। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ফিরেই প্রতিভার ছাপ রাখলেন এই স্পিনার। টেস্ট ক্রিকেটে আরেকবার পেয়ে গেলেন পাঁচ উইকেটের স্বাদ।
পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় বাংলাদেশকে চরম ভোগান কেশব মহারাজ। প্রথম ইনিংসে তাঁর ব্যাটেই রানের গতি দ্রুত বাড়ে দক্ষিণ আফ্রিকার। উইকেটে জমে যাওয়া মহারাজকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল।
আজ শনিবার দিনের দ্বিতীয় সেশনে তাইজুলের বলে স্লগ করতে গিয়ে বোল্ড হন মহারাজ। তাতেই পাঁচ উইকেটের উচ্ছ্বাসে ভাসেন তাইজুল। ৯৫ বলে ৮৪ রানে সাজানো ছিল তাঁর ইনিংস। যাতে ছিল ৯টি বাউন্ডারি ও তিনটি ছক্কা।
এই নিয়ে টেস্ট ক্রিকেটে দশমবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার স্বাদ পেলেন তাইজুল। এর মধ্যে দেশের বাইরে ৫ উইকেট নিলেন তৃতীয়বার। দেশের বাইরে বাকি দুটির একটি হলো শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছিলেন পাল্লেকেলেতে, আরেকটি ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে। আর বাকি সাতবার নিয়েছেন দেশের মাটিতে।