টেস্ট দলে ফিরবেন কি মুস্তাফিজ?
গত কয়েক দিন ধরে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান টেস্ট দলে ফিরবেন কি না। বিসিবি চাচ্ছে তাঁকে দলে ফেরাতে, কিন্তু তাঁর আগ্রহ কম। কাটার-মাস্টার সরাসরি বলে দিয়েছেন, ক্যারিয়ার দীর্ঘ করতে ফরম্যাট বাছাই করে খেলতে চান তিনি। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি জানিয়েছেন, দলের প্রয়োজনে মুস্তাফিজুর রহমানকে টেস্ট ক্রিকেট খেলতে হবে।
তাই আলোচনা শুরু হয়ে যায়, আর কদিন বাদে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে ফেরানো হবে কি না। অবশ্য আজ রোববার টেস্ট দল ঘোষণা করা হয়েছে। এই দলে সাকিব আল হাসানকে রাখা হলেও নেই মুস্তাফিজ। বাঁহাতি পেসার এখন আইপিএলে খেলছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচ উইকেট পেয়েছেন। গুজরাটের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে তিন উইকেট ঝুলিতে পুরেছেন। আর শেষ দুই ম্যাচে পাঞ্জাব ও বেঙ্গালুরুর পক্ষে একটি করে উইকেট নেন।
এদিকে মুস্তাফিজের আগ্রাহ সীমিত ওভারের ক্রিকেটের দিকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। টেস্টে ফিরবেন কি না সেটাই এখন দেখার।
২০১৫ সালে মুস্তাফিজের টেস্ট অভিষেক হওয়ার পর থেকে এই সময়ের মধ্যে বাংলাদেশ ৩৯টি টেস্ট খেলেছে। তার মধ্যে মাত্র ১৪টিতে মুস্তাফিজকে দেখা গেছে। বাঁহাতি পেসার সাত টেস্ট মিস করেছেন। কারণ বিসিবি তাঁকে টেস্ট চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যায়নি।
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি হবে। সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে, চট্টগ্রামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।
শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।