‘তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন’
২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির ঘর আলো করে আসে তাঁদের প্রথম সন্তান মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান। দেখতে দেখতে দুই বছর কেটে গেল। আজ মুশফিকের ছেলে মায়ানের দ্বিতীয় জন্মদিন। বিশেষ দিনটিতে ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিলেন মুশফিকুর রহিম। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেলেন, তাঁর জীবনের সবচেয়ে বড় উপহার ছেলে মায়ান।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাননি মুশফিক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেও খেলতে পারেননি। এই সময়টা পরিবারের সঙ্গে কাটছে তাঁর। জন্মদিনে আজ ছেলের পাশে আছেন তিনি।
ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ, আশা করি একদিন তুমি আমার চেয়েও ভালো এবং সফল একজন মানুষ হবে। আমি তোমাকে সব সময় এবং আজীবন ভালোবাসি। জন্মদিনের শুভেচ্ছা মায়ান।’
চোটের কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিক। হালকা চোট পেয়েছিলেন। আশার কথা হলো, চোট সেরে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসও এই পরীক্ষা পাস মার্ক পেয়েছেন। মাঠে নামতে দুজনই এখন পুরো ফিট বলে জানালেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিক ও ইমরুল কিছুদিন ধরে চোটে ভুগছিলেন। তাঁরা পুনর্বাসনে ছিলেন। মুশফিকের ছিল গ্রেড ওয়ান ইনজুরি। আমরা আশা করেছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন তিনি। আর ইমরুলকে নিয়ে ধারণা ছিল, আরো এক সপ্তাহ লাগতে পারে। আজ দুজনই আমাদের ফিজিও ট্রেনারের কাছে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। দুজনই খেলার জন্য এখন ফিট।’ তাই ৭ ফেব্রুয়ারি থেকে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন মুশফিক ও ইমরুল। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে কোনো বাধা নেই।