তৃতীয় টেস্ট থেকেও বাদ পড়তে পারেন আর্চার

নিয়ম ভেঙে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন জফরা আর্চার। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি। এবার তৃতীয় টেস্টের দলেও জায়গা নাও পেতে পারেন এই তারকা পেসার।
জৈব-নিরাপত্তার নিয়ম না মানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে রাখা হয়নি আর্চারকে। ইংলিশ সংবাদমাধ্যমে খবর, প্রথম টেস্ট শেষে বান্ধবীর সঙ্গে দেখা করতে নিজের ফ্ল্যাটে গিয়েছিলেন এই ইংলিশ তারকা। ঘটনা যা-ই হোক, বাইরে যাওয়ার কারণে দল থেকেই বাদ পড়েন ক্যারিবীয় বংশোদ্ভূত এই পেসার।
এই ঘটনার পর কড়া সমালোচনা হচ্ছে আর্চারকে নিয়ে। আপাতত হোটেলে আইসোলেশনে আছেন তিনি। পাঁচ দিনের মধ্যে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই দলীয় অনুশীলনে ফিরতে পারবেন তিনি। তবে দলে ফিরলেও খেলায় ফেরানো হবে কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ ব্যাপরে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘আর্চার নিজের ইচ্ছেয় বাড়িতে গিয়েছিল, জীবাণুমুক্ত পরিবেশে কোভিড-১৯ রোগ নিয়ে আসার সম্ভাবনা জাগিয়ে সিরিজটিকে হুমকিতে ফেলেছিল। আগামী সপ্তাহে তার খেলা কঠিন হবে। আমার মনে হয় না, ইসিবি তৃতীয় টেস্টের জন্য তাকে দলে ফেরাবে।’
এই প্রথম বোর্ডের নিয়ম ভেঙেছেন আর্চার। নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তাই তরুণ এই পেসারকে সহায়তা দিতে বলছেন ভন, ‘আমাদের এটাও বুঝতে হবে, সে তরুণ এবং এটা তার করা প্রথম ভুল। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে শিখছে। নিজের রুমে তাকে আটকে থাকতে হবে, কেউ তাকে দেখতে পারবে না-পরের এই পাঁচ দিন তাকে সহায়তা করতে হবে। ফোনের মাধ্যমে সবার সহায়তা তার প্রয়োজন। ভুল করা তরুণ কোনো খেলোয়াড়কে নিজের মতো করে ছেড়ে দেওয়া ঠিক হবে না। কারণ, এ সময় নেতিবাচক ভাবনা তার মধ্যে আসতে পারে। সে অনলাইনে আছে, তাই দেখতে পারবে তার কৃতকর্মের জন্য কেমন প্রতিক্রিয়া আসছে।’
এর আগে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আর্চার বলেন, ‘আমি যা করেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি। শুধু নিজেকে নয়, পুরো দল এবং টিম ম্যানেজমেন্টকেও বিপদে ফেলে দিয়েছি। আমার এই কাজের কারণে দেওয়া সব শাস্তি ও পদক্ষেপ মেনে নিচ্ছি আমি। বায়োসিকিউর বাবলে থাকা সবার কাছে আমি ক্ষমা চাইছি। সিরিজের এই অবস্থায় বাদ পড়ার কষ্ট অনেক বেশি। আমার মনে হচ্ছে, দুই দলকেই বিপদে ফেলেছি। আবারও ক্ষমা প্রার্থনা করছি।'