থিসারা পেরেরার অবসরে স্তম্ভিত সতীর্থরা
সীমিত ওভারের ক্রিকেটে এখনো বেশ ছন্দে আছেন থিসারা পেরেরা। রঙিন পোশাকে শ্রীলঙ্কার অলরাউন্ডারদের মধ্যে অন্যতম মুখও তিনি। কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন এই লঙ্কান তারকা। পেরেরার এমন বিদায়ে স্তম্ভিত তাঁর সতীর্থরা। দিনেশ চান্দিমাল-দিমুথ করানারত্নেরা মানতে পারছেন না কোনোভাবেই।
টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন পেরেরা। গতকাল অবসরের ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
সতীর্থের এমন সিদ্ধান্ত নিয়ে চান্দিমাল টুইটারে লিখেছেন, ‘তোমার অবসরের খবরে আমি স্তম্ভিত হয়ে গেছি। ঝড় আসবে-যাবে, তুমি আরেকটু ধৈর্য ধরতে পারতে! এখনও সীমিত ওভারে শ্রীলঙ্কার সেরা অলরাউন্ডার। যাই হোক, তোমার সঙ্গে খেলতে পারা ছিল দারুণ, পান্ডা! তোমার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা।’
ক্রিকবাজের খবরে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করার কথা শ্রীলঙ্কার। আসন্ন দুটি সিরজের দলে তিনি সুযোগ নাও পেতে পারেন বলে শোনা যাচ্ছিল। তাই আগেই নিজে থেকে সরে দাঁড়ালেন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েছিলেন।
বর্তমান অধিনায়ক করুনারত্নে লিখেছেন, ‘বিশ্বাস করা কঠিন যে তুমি মাঠ ছেড়ে যাচ্ছো। বছরের পর বছর ধরে তোমার নিবেদনের জন্য ধন্যবাদ, যা আমাদের দারুণ বিনোদন দিয়েছে। আশা করি, তোমার সামনের সময় উপভোগ্য হবে। ভবিষ্যতের জন্য শুভকামনা, পান্ডা!’
উপুল থারাঙ্গার লিখেছেন, ‘সাদা বলের ক্রিকেটে থিসারা ছিল দুর্দান্ত এক ক্রিকেটার, শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য যে দারুণ করেছে। তোমার অবদনের জন্য কৃতজ্ঞতা। তোমার অভাব অনুভূত হবে।’
২০০৯ সালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পেরেরার। তিনি ছয় টেস্ট ম্যাচ খেলে ৬৫৩ রান করেন এবং ১১ উইকেট নেন। আর ১৬৬ ওয়ানডেতে নিয়েছেন ১৭৫ উইকেট ও ব্যাট হাতে ২ হাজার ৩৩৮ রান করেন। ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ২০৪ রান করেন।