দারুণ কীর্তি গড়লেন মাহমুদউল্লাহ
গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে নেমে দারুণ একটি কীর্তি গড়লেন জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের সপ্তম ম্যাচে খুলনার হয়ে ব্যাট করতে নামার আগে মাহমুদউল্লাহর নামের পাশে ছিল ৩ হাজার ৯৯৮ রান। চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তাঁর দরকার ছিল মাত্র দুই রান। মাঠে নেমেই চট্টগ্রামের বোলার মোসাদ্দেকের হোসেন সৈকতের বলে প্রথমে সিঙ্গেল নেন। এরপর ফাইন লেগে আরেকটি সিঙ্গেল নিয়ে চার হাজার রানের মাইলফলকে প্রবেশ করেন মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টির ১০২তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড ছুঁয়েছেন মাহমুদউল্লাহ। আর বাংলাদেশি হিসেবে চতুর্থ। তবে চার হাজার রান করতে সবচেয়ে কম ১৪৮ ইনিংস খেলেছিলেন তামিম। তা ছাড়া মুশফিক খেলেন ১৭৭ ইনিংস, সাকিব খেলেন ২৫৭ ইনিংস। আজ মাহমুদউল্লাহ নিজের ২০১তম ইনিংসে এসে এই মাইলফলক স্পর্শ করলেন।
চলমান টি-টোয়েন্টি কাপের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম তিন ম্যাচে করেছিলেন যথাক্রমে ১৭, ৭ ও ১ রান। তবে পরের তিন ম্যাচেই স্বরূপে ফেরেন মাহমুদউল্লাহ। শেষ তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৫, ২৪ ও ৩১* রান।