দারুণ জয়ের সঙ্গে একটি রেকর্ডও গড়ল বাংলাদেশ
২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করেও জিতেছিল বাংলাদেশ। এবার জিতল ১৩১ রান করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ে দারুণ একটি রেকর্ড গড়েছে লাল-সবুজের দল। নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডের এই চ্যালেঞ্জে জিতেছে স্বাগতিকরা।
টি-টোয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল। ঘরের মাঠে ২৩ রানে হারিয়েছে লাল-সুবজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে জয়ের পর এবার টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পেল লাল-সবুজের দল।
এর আগে চারবার অসিদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সবগুলোই ছিল বিশ্বকাপের মঞ্চে। এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ হয়। আর প্রথম সিরিজেই বাংলাদেশ পেল প্রথম জয়ের স্বাদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩১ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ১০৮ রানে থেমে যায় অস্ট্রেলিয়া।