দারুণ জয়ে শুরু বাংলাদেশের, ইনজুরিতে বিপ্লব

হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে বাংলাদেশের জয়ের দিনে খারাপ খবর দিলেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। হংকংয়ের বিপক্ষে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ফের আঙুলের ইনজুরিতে পড়েছেন এই লেগস্পিনার।
বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ১৬৪ রান সংগ্রহ করে হংকং ইমার্জিং দল। সুমন-মেহেদীদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি অতিথি ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন হারুন আর্শাদ। অধিনায়ক আজিজ খান করেন ২৫ রান।
বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেন সুমন খান। ১০ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। ২৩ রানের বিপরীতে দুটি উইকেট নেন মেহেদী হাসান। একটি উইকেট নেন আফিফ হোসেন। চোট পেয়ে বেশিক্ষণ বোলিং করতে পারেননি বিপ্লব। ৩ ওভার বল করে ৪ রান দেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ বল হাতে রেখেই ৯ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৭৪ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য সরকার। ৫২ বলে ৫২ রান করেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম।
অন্যদিকে ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানদের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় পাকিস্তান।