দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজ জয়ের স্বস্তি নিয়ে সাদা পোশাকেই লড়াই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু, সিরিজের প্রথম টেস্টে সেই স্বস্তি রূপ নেয় হতাশায়। ব্যাটিং বিপর্যয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। হারের তিক্ততা নিয়ে এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি মুমিনুল হকের দল।
আজ শুক্রবার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম টেস্টের পর দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। তাই এই টেস্টের একাদশে পরিবর্তন আসা অনুমিতই ছিল। বোলিং বিভাগে তাসকিনের বদলে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
এ ছাড়া গেল ম্যাচে পেটে সমস্যার কারণে খেলতে পারেননি তামিম ইকবাল। দ্বিতীয় টেস্টে সুস্থ হয়ে তিনিও ফিরেছেন একাদশে। তামিমের ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন ব্যর্থতার বৃত্তে আটকে থাকা সাদমান ইসলাম। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১১ মাস পর টেস্ট সংস্করণে ফিরলেন তামিম। এ দুটি ছাড়া একাদশে আর কোনো পরিবর্তন নেই।
এ সফরেই প্রথম বার প্রোটিয়াদের ঘরের মাঠে ওয়ানডেতে হারাতে পেরেছে বাংলাদেশ। কিন্তু, ওয়ানডে জিতলেও টেস্টের পারফরম্যান্সে চরম হতাশা দেখা যায়। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে মোট ৭ টেস্টের ৫টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার মধ্যে ডারবানে সবশেষ ২২০ রানের পরাজয় এখনও তরতাজা। চার দিন লড়াইয়ে টিকে থেকেও পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার সামনে স্রেফ উড়ে যায় বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ডিন এলগারের দল। বড় হারের হতাশাকে সঙ্গে নিয়েই এবার টেস্টে দক্ষিণ আফ্রিকার দুর্গ ভাঙার লক্ষে মাঠে নেমেছে মুমিনুল হকের দল।
বাংলাদেশ টেস্ট একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ।