দ্বিতীয় ধাপে মধ্যরাতে ঢাকা ছাড়লেন তামিমরা
আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা আবার শুরু। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। মোট তিন ধাপে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন ক্রিকেটারেরা। এর মধ্যে প্রথম ধাপে কিছু ক্রিকেটার গতকাল শুক্রবার সকালে উড়াল দিয়েছেন। দ্বিতীয় ধাপে গতকাল মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তামিম ইকবালরা।
শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ আফ্রিকায় যায় প্রথম দল। প্রথম বহরে ছিলেন আট জন সদস্য। তাঁরা হলেন, চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন, নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম এবং টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
রাতে দেশ ছাড়ে অধিনায়কসহ বড় বহর। যেখানে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজরা ছিলেন। সবশেষ বহর যাবে আজ সকাল পৌনে ১১টার দিকে।
দক্ষিণ আফ্রিকাতে পৌঁছে শুধু রোববার বিশ্রামে থাকবে বাংলাদেশ। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজ শুরু হবে। তাই মাঝে মাত্র চার দিন অনুশীলন নেওয়ার সুযোগ পাবেন ওয়ানডে দলের সদস্যেরা। সিরিজের বাকি দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ছয় টেস্ট এবং ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। একটি ম্যাচও জিততে পারেনি দল। এবার কেমন করে সেটিই দেখার বিষয়। তবে, আইসিসি বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।