শান্ত কি দায়িত্ব ছাড়ছেন? যা বললেন তাইজুল
কোনো একটা সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে ঝামেলা তৈরি হওয়াটা বাংলাদেশের ক্রিকেটে যেন সংস্কৃতি হয়ে গেছে। বিশেষত, গত দেড় বছরে সেটি মাথাচাড়া দিয়েছে আরও বেশি করে। তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর এবার নাজমুল হোসেন শান্ত জানালেন, অধিনায়ক থাকতে চান না তিনি। যদিও, সরাসরি কিছু বলেননি। জানিয়েছেন বিসিবিকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগেই ছড়িয়ে পড়ে শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে। এর আগে আজ সংবাদ সম্মেলনেও আসেননি শান্ত।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন তাইজুল ইসলাম। বাংলাদেশ দলে বর্তমানে অন্যতম সিনিয়র ক্রিকেটার তিনি। স্বভাবতই তার কাছে জানতে চাওয়া হয়েছিল শান্তর ব্যাপারে। তাইজুলের সহজ জবাব, এই বিষয়ে কিছুই জানেন না তিনি।
তাইজুল বলেন, ‘আসলে এই বিষয়ে আমি এখনও কিছু শুনিনি। এটি আমার ব্যাপারও না। অধিনায়ক কে হবে এমন টিম মিটিংও হয়নি। আমি এই বিষয়ে সঠিক জানি না। কে অধিনায়ক হবেন, কে কোচ হবেন, সেটি বোর্ডের ব্যাপার।’