পগবার গোলে এক নম্বরে ম্যানইউ
ম্যাচের প্রথমার্ধে গোলহীন থাকার পর দ্বিতীয়ার্ধেও সুযোগ মিলছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। পল পগবার গোলে বার্নালিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড।
গতকাল মঙ্গলবার বার্নালিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে শিরোপাধারী লিভারপুলকে দুইয়ে নামিয়ে দিল উলে গুনার সুলশারের দল। ম্যানইউ তুলে নিল লিগে টানা তৃতীয় জয়।
প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের ৬৩ ভাগ সময় বল দখলে রাখা ম্যানইউ শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। সপ্তদশ মিনিটে বার্নালি গোলরক্ষক বল ঠেকিয়ে দিলে ওই যাত্রায় গোলহীন থাকে অতিথিরা। এরপরও কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। কিন্তু স্বাগতিকদের রক্ষণ ভাঙতে পারেনি সফরকারীরা।
একটা পর্যায়ে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। ওই সময়ে স্বস্তি এনে দিলেন ফরাসি তারকা পগবা। ৭১ মিনিটে ডান দিক থেকে মার্কাস র্যাশফোর্ডের বাড়ানো বল ধরে ডি-বক্সে দারুণ ভলিতে স্কোরলাইন ১-০ করেন ফ্রান্সের মিডফিল্ডার।
চলতি লিগে ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে লিভারপুল। ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। চারে থাকা এভারটনেরও সমান পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে বার্নালি।