পরবর্তী এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়
করোনাভাইরাসের কারণে দুদিন আগেই স্থগিত হয়েছে এশিয়া কাপ ক্রিকেট। পরবর্তী এশিয়া কাপ কোথায় হচ্ছে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আগামী বছর এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি শ্রীলঙ্কায় হতে পারে। সে লক্ষ্যেই নাকি কাজ করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে আসন্ন সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না। আসরটি আগামী বছর আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছে তারা।
বিবৃতিতে এসিসি জানায়, ‘নির্ধারিত সময়ে এশিয়া কাপ আয়োজনে এসিসির আগ্রহ থাকলেও বিভিন্ন দেশের ভ্রমণে নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা, স্বাস্থ্যঝুঁকি, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা, বাস্তবতা বিবেচনা করে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে গত বুধবার নিজের জন্মদিনে এক ইনস্টাগ্রাম আড্ডায় সৌরভ বলেছিলেন, ‘করোনাভাইরাসের জেরে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ হচ্ছে না। ডিসেম্বরে পুরো একটা সিরিজ হতে পারে।’
সৌরভের এই মন্তব্যের জবাবে পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান বলেন, ‘সৌরভ যে মন্তব্য করেছেন, এর কোনো ভিত্তি নেই। প্রতি সপ্তাহেই একটা করে মন্তব্য করলেই তার ভিত্তি থাকে না। এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলই নেবে। একমাত্র এসিসির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনই এশিয়া কাপ নিয়ে ঘোষণা দিতে পারেন। আমি যত দূর জানি, এসিসির পরের বৈঠক কবে, সেটাই এখনো ঠিক হয়নি।’
এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় বিসিসিআই। তাই পিসিবি এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে। এখন এশিয়া কাপ বাতিল হয়ে গেছে।