প্রীতি ফুটবল ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা
আগামী মাসে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দুটির জন্য আজ বৃহস্পতিবার ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন বাংলাদেশ কোচ কাবরেরা।
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দলে চমক হিসেবে আছেন শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ উইঙ্গার শাহরিয়ার ইমন। এ ছাড়া দলে সুযোগ মেলেনি ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও গোলরক্ষক শহিদুল আলম সোহেলের। সেই সঙ্গে বাদ পড়েছেন মেরাজ হাসান অপি, পাপন সিং, জাফর ইকবাল ও মাহবুবুর রহমান সুফিল।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর পর ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাঈম, আশরাফুল ইসলাম রানা, মাহফুজ হাসান প্রীতম।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন, ইশা ফয়সাল।
মিডফিল্ডার: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, বিপলু আহমেদ।
ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম।