প্লে অফে খেলতে চায় বেক্সিমকো ঢাকা
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আগামীকাল বৃহস্পতিবার জেমকন খুলনার মুখোমুখি হচ্ছে বেক্সিমকো ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় লড়াইয়ে নামবে দুই দল। এই ম্যাচ জিতে প্লে অফে খেলা নিশ্চিত করতে চায় ঢাকা।
টানা তিন ম্যাচে হারের পর মুশফিকুর রহিমের ঢাকা এখন বেশ ভালো অবস্থানে রয়েছে। টানা তিন ম্যাচ জিতেছে দলটি। কাল নিজেদের সপ্তম ম্যাচে লড়াইয়ে নামবে তারা। এই ম্যাচে জয় পেলেই সেরা চারে জায়গা করে নেবে তারা। ছয় ম্যাচে তিন জয়ে ঢাকার সংগ্রহ ৬ পয়েন্ট। আর সাত ম্যাচ খেলে খুলনার সংগ্রহ ৮ পয়েন্ট। গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে।
শেষ তিন ম্যাচে ঢাকা জয় পেয়েছে যথাক্রমে ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। আসরে তারাই একমাত্র দল চট্টগ্রামের বিপক্ষে জিতেছে।
সাফল্যে আশাবাদী ঢাকা অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘আসরে কোনো দলই অপরাজিত নেই। তাই আমরা যদি তিন বিভাগেই ভালো খেলতে পারি, তাহলে ভালো কিছু করার সুযোগ থাকবে। প্রতিপক্ষ যে দলই হোক।’