ইতিহাস গড়ে সমালোচনার জবাব দিলেন লিটন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/12/lkd-dc.jpg)
লিটন যেন বাতাসে বল ভাসিয়ে বোঝাতে চাইলেন— ভিনদেশে নাইবা নিলে আমায়। রাখতে পারো বাতিলের খাতায়। তবু, যাব না দমে। ফিরে ফিরে আসব বারেবারে।
সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে চর্চার ভিড়ে লিটন কুমার দাসকে নিয়ে আলোচনা তেমন হয়নি। ক্রিকেটপাড়ায় গুঞ্জন উঠেছিল, লিটনকে রাখা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি দলে। আজ রোববার (১২ জানুয়ারি) যখন দল ঘোষণা হলো, সত্যি হয়েছে গুঞ্জন। ফর্মহীনতার কারণে দলে রাখা হয়নি লিটনকে। কয়েক ঘণ্টার ব্যবধানে সেই লিটনই চুরমার করে দিলেন ইতিহাস।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হওয়ার দুঃখ লিটন ঝাড়লেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপর। বিপিএলের ইতিহাসে ক্রিস গেইলের যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন, বাংলাদেশিদের মধ্যে এককভাবেই দ্রুততম। ৪৪ বলে করা শতকটি লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম। ২২৭.২৭ স্ট্রাইক রেটে ৫৫ বলে ১০টি চার ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু লিটনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বলেছিলেন, ‘দেখুন লিটন আউট অফ ফর্ম। প্রথমত তিনি দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একইরকম। ক্রিজে নিজেকে সেট করতে পারছে না। অতিরিক্ত চাপ নিচ্ছে। এরপরও আমরা অনেকগুলো ম্যাচে তাকে সুযোগ দিয়েছি। এসব কারণেই তাকে রাখা হয়নি।’
দল থেকে বাদ পড়ার হতাশা আর প্রধান নির্বাচকের বলা কথা লিটন শুনেছেন বটে। ঝিমিয়ে পড়া আগ্নেয়গিরি যেন জেগে উঠেছে তাতে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিলেটে তুললেন চার-ছক্কার ঝড়। ঢাকা ক্যাপিটালসের হয়ে করলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম শতকেই ওলট-পালট করলেন রেকর্ড বইয়ের পাতা।