বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যাথলেটিকস প্রতিযোগিতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার শুরু হচ্ছে ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাসসকে বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণের মধ্যেও দেশের অনেক জেলা টুর্নামেন্টে অংশগ্রহণের সম্মতি দিয়েছে।’
এদিকে টুর্নামেন্টে কয়জন খেলোয়াড় অংশ নিচ্ছে করোনা পরীক্ষার পর তা জানা যাবে। আগামী ২৮ নভেম্বর শনিবার শেষ হবে এ প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।